এ কংগ্রেসে বাংলাদেশ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.তাহমিনা বানুর নেতৃত্বে ২২জন শিশু পেডিয়াট্রিক সার্জন অংশ নেন। বাংলাদেশ থেকে ২২জন শিশু বিশেষজ্ঞ শিশুদের সার্জিকেল প্রবলেম নিয়ে তৈরি করা তাঁদের ৩০টি সায়েন্টিফিক পেপার কংগ্রেস অধিবেশনে উপস্থাপন করেন। তাঁরা হলেন- ডা. অধ্যাপক শফিকুল হক, অধ্যাপক ডা. তাহমিনা বানু, অধ্যাপক ডা,আব্দুল আজিজ, অধ্যাপক ডা.রুহুল আমিন,অধ্যাপক ডা,শাহদাত হোসেন, অধ্যাপক ডা.কবিরুল ইসলাম,অধ্যাপক ডা.তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক আকবর হোসেন ভূইয়্যা, অধ্যাপক আশরাফুল হক কাজল,অধ্যাপক ডা. সদরুল আলম, অধ্যাপক ডা. কামরুল জাহিদ, অধ্যাপক ডা.নুরুল আলম, অধ্যাপক ডা.মাহফুজুল হক, অধ্যাপক ডা.আফরুজুল আলম, অধ্যাপক ডা.বাবুল কুমার সাহা, অধ্যাপক ডা.সাজিদুল আলম।
ওয়ার্ল্ড ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস (WOFAPS) এর সভাপতি অল ইন্ডিয়া ইনিস্টিউট অব মেডিকেল সায়েন্স ,নিউ দিল্লির পেডিয়াট্রিক সাজারী বিভাগ এর প্রধান প্রফেসর দেবেন্দ্র গুপ্তা তাঁর সুচনা বক্তব্যে বলেন- এ প্রথম যুক্তরাষ্ট্রে ৫ম বিশ্ব কংগ্রেস অনুষ্টিত হলো। এতে করে সারা পৃথিবীর শিশু সাজনদের মধ্যে একটা ব্রীজ তৈরী হলো। এতে করে আধুনিক রিচারসের মধ্য দিয়ে বিশ্বমানের উন্নত চিক্যিসা সেবা পেডিয়াট্টিক প্রবলেমে আক্রান্ত বিশ্ব শিশুদের দেীড়গোড়ায় পেীছে দেয়া যাবে। ওয়াশিংটন ডিসির শেখ জায়েদ ইনস্টিটিউট – চিলড্রেন ন্যাশনাল হেলথ সিস্টেম এর প্রেসিডেন্ট প্রফেসর ক্যাট নিউম্যান বলেন, সারা পৃথিবীর প্রায় সহস্রাধিক বিশেষজ্ঞের নলেজ শেয়ারিংয়ের মধ্য দিয়ে বেরিয়ে আসা সার্শেক্যাল আইডিয়া,উন্নত টেকনিক; যা সারা বিশ্বের শিশুদের উন্নত সার্জারি দিতে সহায়ক ভুমিকা পালন করবে।