ক্যানসাস

মিস উচিটা হলেন ভারতের গিরিশমা রেড্ডি, মঞ্চ মাতালেন বাংলাদেশের সারাহ করিম

উনিশ বছরের তরুণী ভারতের গিরিশমা রেড্ডি (Greeshma Reddy) দশ এশিয়ান সুন্দরীকে ডিঙ্গিয়ে মিস উচিটা নির্বাচিত হয়েছেন। সারাহ করিম সগৌরবে বাংলাদেশের উপস্থিতি জানান দিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, জাপান, চীন, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাউস, ফিলিপাইন, কম্বোডিয়া, লেবাননসহ বিভিন্ন দেশ।

যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটায় (২৯ অক্টোবর শনিবার) উচিটা ডাউন-টাউন সেঞ্চুরি কনভেনশন হলের আলো-আধাঁরি মঞ্চে ভিন্নধমী বিউটি কনটেস্টটি অনুষ্ঠিত হয়। হলের পাশে করিডোরে সাজানো ছিল এশিয়ার নানা দেশের মূখরোচক খাবার ও পণ্যসামগ্রীর স্টল। তবে এবার বাংলাদেশের কোন খাবারের স্টল চোখে পড়েনি।

ঘড়ির কাঁটা তখন ঠিক বিকেল ৫:৩০ টা। হলের গেট খুলে দেয়া হলো। লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর নানা দেশের সৌন্দর্যপিপাসু মানুষ হলে ঢোকেন। বিশাল হলের প্রবেশ মুখে প্রতিযোগিতায় অংশ নেয়া এশিয়ার এগারটি দেশের সংক্ষিপ্ত পরিচিতিসহ ছোট-ছোট বুথের সামনে সুন্দরী প্রতিযোগিরা হাসিমুখে সবাইকে আমন্ত্রণ জানান। হলে ঢুকতেই সবাই যেন নিজের দেশকে খুঁজে পেল। আবেগ-আপ্লুত হয়ে আপন দেশের গন্ধে নিজ দেশের সুন্দরী রমনীদের সাথে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে।
প্রতিবছরের মত এবারও উচিটা এশিয়ান এসোসিয়েশন এশিয়ান ফেস্টিভ্যাল এন্ড বিউটি কনটেস্ট ২০১৬-এর আয়োজন করে। উচিটা শহরের সিটি মেয়র জেফ লংউইল সুন্দরী প্রতিযোগিতার সাত বিচারককে সাথে নিয়ে মঞ্চে উঠেন।

পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে – বাংলাদেশের সুন্দরী রমণী সারাহ করিম নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। এছাড়া চাইনিজ ড্রাগন নৃত্য, জাপানের টেকো সম্প্রদায়ের ড্রাম নৃত্য, ভিয়েতনামি ফ্যান নৃত্যসহ এগারটি দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে-ফাঁকে সুন্দরী প্রতিযোগীদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। এতে সাবিক বিবেচনায় ভারতীয় সুন্দরী গিরিশমা রেড্ডিকে ( Greesma Reddy) বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।