যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে লস অ্যাঞ্জেলেসে নির্বাচনী সংলাপ (ডায়ালগ) অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের লিটিল বাংলাদেশের বিরিয়ানি কাবাব হাউসে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া এই সংলাপের আয়োজন করে। সংলাপে আগামী ৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টির সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল হক। তারা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার জন্য সকল বাংলাদেশি আমেরিকানদের আহ্বান জানান।
সংলাপে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রবিউল আলম, এটিএন বাংলার লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি সৈয়দ এম হোসেন, কবি ইউনুস জামান, পনির আহমেদ, আ. হালিম, এনামুল করিম, সুজন আহমেদ, আবেদ হোসেন ও সামসুর রহমান প্রমুখ।