নিউইয়র্কের উডসাইড, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস ও ওজন পার্কের পাঁচটি কেন্দ্রে রোববার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ১৮ হাজার ৫৫১ ভোটারের মধ্যে এই নির্বাচনে ভোট দেন ১১ হাজার ১৫৭ জন। রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে আগামী দুই বছরের জন্য কামাল আহমেদকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচিত হয়।
সভাপতি পদে কামাল আহমেদ সর্বাধিক ৫ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু পেয়েছেন ৪ হাজার ৭৬৬ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী পেয়েছেন ৩০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সিদ্দিকী পেয়েছেন ৫ হাজার ৫৮৪ ভোট, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন আজম পেয়েছেন ৪ হাজার ৯৭২ ভোট। সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার ৫ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মো. শাহ নেওয়াজ পেয়েছেন ৫ হাজার ৪২ ভোট। সহসভাপতি পদে আবুল খালেক খায়ের ৫ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফি আলম লাল পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ এম কে জামান ৫ হাজার ২৪৪ ভোট, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী ৫ হাজার ৬৪১, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভূঁইয়া ৫ হাজার ৪৭৪, সাংস্কৃতিক সম্পাদক পদে মণিকা রায় ৫ হাজার ৫৯২, প্রচার সম্পাদক পদে রিজু মোহাম্মদ ৫ হাজার ১৫৮, সমাজকল্যাণ সম্পাদক পদে নাদির এ আইয়ুব ৫ হাজার ৫২৭, সাহিত্য সম্পাদক পদে নাসির উদ্দিন আহমেদ ৫ হাজার ৩৬৩, ক্রীড়া সম্পাদক পদে নওশেদ হোসেন ৫ হাজার ৩৬৯, স্কুল ও শিক্ষা-বিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব ৫ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারহানা চৌধুরী (৫৫৫৫ ভোট), মইনুদ্দিন মাহবুব (৫৪১৮), আজাদ বাকির (৫২৯৭), মোহাম্মদ সাদী মিন্টু (৫২৭৬), আবুল কাশেম চৌধুরী (৫১০২) ও সারওয়ার খান বাবু (৫০৪৩)।
৪১ বছর বয়সী এই সংগঠনকে ঘিরে এবারে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ছিল বাংলাদেশ সোসাইটিকে আরও গণমুখী করা, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড আয়োজন, বাংলা স্কুল পুনরায় চালু, নবাগত প্রবাসীদের বাসস্থান ও চাকরির ক্ষেত্রে সহায়তা দেওয়া।