কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নামে ২১ শে আগষ্ট রোববার শেরউড আইলান্ড স্টেট পার্ক, ওয়েষ্টপোর্ট, কানেকটিকাট -এ অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজন ২০১৬ এবং কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নামে যাবতীয় কর্মকান্ড মাননীয় সুপ্রীম কোর্টের ৫৯২৩/১৬ ইনডেক্স এর অধীনে নিষেধাজ্ঞা জারী করা হইয়াছে। এহতে এস হক, গিয়াস উদ্দীন, নুরুল আজিম, মান্নান প্রমুখ এর নাম উল্লেখ পূর্বক সহযোগী সকলকে কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নামে নিয়ম বহির্ভুত কার্যক্রম বন্ধ করতে আদেশ দেন।