নিউ ইয়র্ক

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কের সম্মেলন

bma
উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, (বামনা) নিউ ইয়র্ক চ্যাপ্টারের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের লাগরডিয়া মেরিয়ট হোটেলে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল মো. শামীম আহসান।
এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এম এ রশিদ।

বিদায়ী সভাপতি ডা. মোহাম্মদ জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল মো. শামীম আহসান তাঁর বক্তব্যে সব বাংলাদেশি চিকিৎসকদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান প্যারি ডি সিলভা এটর্নি অ্যাট ল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচিত সভাপতি ডা. তৌহিদ শিবলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান (মুক্তা)। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডা. নাফিসুর রহমান ও ডা. তাজিনের পরিচালনায় বামনা ও নিউ ইয়র্কের সংগীতশিল্পী এবং নৃত্যশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রায় শতাধিক চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠান মাতিয়ে রাখেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী লিজা।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউ ইয়র্ক চাপ্টার ইনক্ কার্যনির্বাহী কমিটি:
সভাপতি ডা. তৌহিদ শিবলী, সহসভাপতি ডা. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহ এন আলম, কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মোস্তাফা আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডা. নাফিসুর রহমান, ইয়ং ফিজিশিয়ান সম্পাদক, ডা. আবদুল কাশেম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সজল আশফাক এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পাদক ডা. শাহনাজ আলম। সদস্যরা হলেন ডা. মাসুদুল হাসান, ডা. হোসনে আরা মাসুব, ডা. আবদুল খালেক, ডা. মোহাম্মদ জে কামাল, ডা. সুরাইয়া জাহান, ডা. মোহাম্মদ আনোয়ার পারভেজ, ডা. দিলরুবা ইসলাম এবং ডা. মো. ইখতিয়ার উদ্দিন