ক্যানসাস

যুক্তরাষ্ট্রে ‌’ক্লাইমেট রিয়ালিটি লিডারশিপ কোরে’ বাংলাদেশি তিন প্রকৌশলী

j3
যুক্তরাষ্ট্রে ‘ক্লাইমেট রিয়ালিটি লিডারশিপ কোরে’ বাংলাদেশি তিন প্রকৌশলী । বাসযোগ্য পৃথিবী গড়তে শান্তিতে নোবল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের নেতৃত্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। তিনদিনব্যাপী ”ক্লাইমেট রিয়ালিটি লিডার শীপ কোর “ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনে আল গোর বলেন-দক্ষিণ-পূর্র এশিয়ার সর্বাধিক সৈীরশক্তি ব্যবহারকারী দেশ বাংলাদেশ । তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে অবাধ সেীরশক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশকে একাট সম্ভাবনাময় দেশ হিসেবে আখ্যায়িত করেন।।

ক্যান বারলিনের স্বাগত বক্তব্যের পর পরিবেশবিদ আল গোর পৃথিবী নামক গ্রহের পরিবেশকে সুন্দর রাখতে নানা বিষয়ের উপর সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি পৃথিবীকে বাসযোগ্য রাখতে সবার অংশগ্রহণ কামনা করেন। অনুষ্টানে অংশ নেয়া শিক্ষাথী শুভেচ্ছা জানান, বাংলাদেশ এর জন্য রাখা বরাদ্দকৃত চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম আলগোরের চম্যকার বক্তব্য। তাঁর (আল গোরের) বক্তব্যে বার-বার বাংলাদেশের কথা উঠে আসছিল তখন মনটা গর্ভে ভরে ওঠে। ‘ক্লাইমেট রিয়ালিটি লিডারশিপ কোরে’ সংস্হার প্রতিষ্টাতা আল গোর। পরিবেশ রক্ষার আন্দোলনে নামা আলগোরের মূল সূর হলো- কিছু মানুষ ভবিষ্যতের আশায় বসে থাকেন,যারা প্রকৃত নেতা; তারা ভবিষত সৃষ্টি করে নেন। এ সংস্হার আওতায় পৃথিবীর প্রায় শতাধিক দেশের সহস্রাধিক ক্লাইমেট লিডার রয়েছেন। যারা পরিবেশ বিপর্যয় সম্পর্কে মানুষকে সচেনতামূলক বিভিন্ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়ান। গত ১৬অগাস্ট থেকে ১৮অগাস্ট যুক্তরাস্টের হিউস্টনের হিলটন আমেরিকা হোটেলে অনুষ্টিত পরিবেশ বিষয়ক এ অনুষ্টানে বাংলাদেশের পক্ষে যোগ দেন প্রকেীশলী ও যুক্তরাষ্ট্রের উচিটা স্টেট ইউনিভাসিটির স্নাতকত্তোর শিক্ষাথী শুভেচ্ছা চক্রবর্তী, ইউনিভাসিটি অফ টেক্সাস এর স্নাতকত্তোর শিক্ষাথী প্রকেীশলী সংগীতা ও তাসনুভা উদিতা। এ প্রশিক্ষণে বাংলাদেশ সহ পৃথিবীর ৫৮টি দেশের প্রতিনিধি অংশ নেন।