রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কার্ডিনাল হিসেবে নিয়োগ প্রদান এদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বীকৃতি।’
রবিবার অপরাহ্ণে বাংলাদেশে নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রাষ্ট্রপতি কার্ডিনাল হিসেবে নিয়োগ পাওয়ায় প্যাট্রিক ডি রোজারিওকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।’
ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও গত ৯ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডিনাল পদে নিয়োগ পান।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি ঢাকার অক্সিলারি বিশপ শরত ফ্রান্সিস গোমেজ ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।