ক্যানসাস

উচিটায় এশিয়ান ফেস্টিভ্যাল এন্ড বিউটি কনটেস্ট ২৯ অক্টোবর

f4
যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটায় ২৯ অক্টোবর শনিবার আয়োজিত হতে যাচ্ছে এশিয়ান ফেস্টিভ্যাল এন্ড বিউটি কনটেস্ট। উচিটা এশিয়ান এসোসিয়েশনের আয়োজনে প্রতিবছর এ বিশাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে। উচিটা ডাউন টাউন সেঞ্চুরি কনভেনশন হল-২ এ শনিবার বিকেল ৫:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।

বাংলাদেশসহ এশিয়ার ১১টি দেশ এতে অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটায় অভিবাসী হয়ে আসা এশিয়ার নানা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশনের চেয়্যারম্যান ক্যাথি এউং (Kathy Ewing )। বাংলাদেশের পক্ষে অংশ গ্রহণ করবেন সারাহ করিম। তিনি তাঁর পারফরমেন্স ভাল হবে বলে আশাবাদী। চীন, জাপান, মালয়েশিয়া, ফিলিপিনস, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, নেপাল, লাউস, মিয়ানমার, ইরান, সিরিয়াসহ ১১টি দেশ এ ফেস্টিভ্যালে নানা পদের সুস্বাদু খাবারের স্টল সাজাবেন। ভোজনরসিক মানুষ ইতোমধ্যে নানা দেশের খাবারের অর্ডার বুকিং করে রেখেছেন।

এছাড়াও চাইনিজ ড্রাগন ডান্স, ভিয়েতনামী ফ্যান ডান্স, জাপানিজ ড্রাম ডান্সসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হবে।