লস এঞ্জেলেস

বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা

la1লস অ্যাঞ্জেলেসে বর্ণিল আয়োজনে বহুল প্রত্যাশিত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিত এই মেলায় ব্যাপক লোক সমাগম হয়। উল্লেখ্য, ২০০২ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর মেমোরিয়াল ডে উইকএন্ডে এই মেলা অনুষ্ঠিত হলেও এ বছর শবে বরাত, রমজান ও ঈদের জন্য তারিখ পরিবর্তন করে ২৩ ও ২৪ জুলাই নির্ধারণ করা হয়। দেরিতে অনুষ্ঠিত হলেও এই বৈশাখী মেলা ইমেজ হারায়নি।
মেলায় প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। তিনি প্রবাসে এই ধরনের আয়োজনের প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ডা. কালী প্রদীপ চৌধুরী।
বৈশাখী এই আয়োজনে প্রবাসী শিশু-কিশোররা নৃত্য ও গান পরিবেশন করে। দুটি ব্যান্ড দল স্বরাজ ও ডিফারেন্ট টার্চ দর্শকদের আনন্দ দেয়। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, এলিটা, তানিয়া নাহিদ, মিতালি কাজল, শাহ মাহবুব ও মাহতাব আলম গান পরিবেশন করেন।
মেলায় অনেক দেশীয় খাবার ও পণ্যের স্টল ছিল। প্রথম দিন লোক সমাগম কম হলেও দ্বিতীয় দিন ব্যাপক লোক সমাগম হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন চ্যানেল আই খ্যাত উপস্থাপিকা মৌসুমি বড়ুয়া ও সাদিয়া ইসলাম মিমি।
এ উপলক্ষে উদ্যম নামে একটি সংকলন প্রকাশ করা হয়।