আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক

কংগ্রেসওম্যান গ্রেস মেং সকাশে বাংলাদেশী আমেরিকান প্রতিনিধিদল

sfsসাত সদস্য বিশিষ্ট কংগ্রেস অফ বাংলাদেশী আমেরিকান এর একটি প্রতিনিধিদল সম্প্রতি নিউইয়র্ক এর কংগ্রেসওম্যান গ্রেস মেং এর ফ্লাশিংস্থ ডিসট্রিক্ট অফিসে সাক্ষাত করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ড.সিদ্দিকুর রহমান এবং চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকের নেতৃত্বে প্রতিনিধিদলের মাঝে ছিলেন সেক্রেটারী জেনারেল মনজুর চৌধুরী, উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এবং কাজী আজিজুল হক খোকন, পরিচালক জনাবা শাহানারা রহমান।
তারা উক্ত সাক্ষাতে বাংলাদেশী আমেরিকানদের নানা সাম্প্রতিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। বিশেষত সাম্প্রতিক সময়ে দূর্বৃত্তদের হাতে নিহত ইমাম এবং তার সহকারীকে নিয়ে আলোচনা করেন। কংগ্রেসওম্যান মিং এই বর্বরোচিত আক্রমনের কঠোর নিন্দা জানান এবং সাম্প্রতিককালে অভিবাসীদের উপরে ক্রমবর্ধমান হামলার ব্যাপারে উতকন্ঠা প্রকাশ করেন। কংগ্রেসওম্যান মিং কুইন্সের রাস্তায় এবং বাংলাদেশীদের উপাসনালয়ে যেন মানুষ নিরাপদবোধ করে সে জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।মিসেস মিং সাম্প্রতিককালে ঢাকায় সংগঠিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে ঘটা কর্মকান্ডেরও নিন্দা জানান।