আটলান্টা

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আটলান্টায় প্রতিবাদ সভা

rampalপরিবেশ আন্দোলন, আটলান্টার উদ্যোগে সুন্দরবনের নিকটবর্তী ক্ষতিকর রামপাল বিদ্যুৎ প্রকল্পের স্থাপনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার আটলান্টার নরক্রসে এ প্রতিবাদ সভা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি ড. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ডা. মোরশেদুল হাকিম, ইলা চন্দ, কাকলি বিশ্বাস, মোস্তফা জাহিদ ও শ্যাম চন্দসহ অনান্য নেতা ও প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিবাদ সভায় রামপাল প্রকল্পের ক্ষতিকর প্রভাব সংবলিত লিফলেট বিলি করা হয়। অংশগ্রহণকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের পক্ষের সংগঠক ও সমর্থনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধনে মিলিত হন।
প্রতিবাদ সভার দৃশ্যপ্রতিবাদ সভার দৃশ্যড. নাসির উদ্দিন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাঁচানোর আন্দোলনে আটলান্টাসহ সকল প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় আগামী ১২ সেপ্টেম্বর দুপুর একটায় আটলান্টার ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা এবং ওই বিক্ষোভ কর্মসূচিতে আটলান্টার সকল সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এই বিক্ষোভ সমাবেশের ভেন্যুর ঠিকানা ৫৫৪৯ গ্লেনরিজ ড্রাইভ, স্যান্ডি স্প্রিং (5549 Glenridge Dr, Sandy Springs, GA 30342)।