যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আসন্ন বাংলাদেশ মেলা উপলক্ষে সিটির মেয়র ডন গার্ডিয়ানের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতারা এক মতবিনিময় করেছেন। গত শুক্রবার (২২ জুলাই) দুপুরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের নেতারা আগামী ২৩ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ মেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত ও মেলা সফল করার লক্ষ্যে তাঁর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
ডন গার্ডিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতারা ডন গার্ডিয়ানকে বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি করার প্রস্তাব দিলে তিনি তাতে সানন্দে সম্মতি জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, সাঈদ আলম, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আবদুল জামিল, শহীদ খান, সৈয়দ মো. কাউছার, আহসান হাবীব, আবদুর রব, শওকত শিমুল, বিপ্লব দাশ, বিপ্লব দেব, বোরহান উদদীন ও সুব্রত চৌধুরি।