ব্যবসা-বাণিজ্য

প্রবাসীদের বিনিয়োগের সুযোগ বাড়ানোর আহ্বান

mahtabপ্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। বিনিয়োগের জন্য প্রবাসীদের নির্দিষ্ট মেয়াদে কর সুবিধা দেওয়া যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা নিশ্চিত করতে হবে।

নিউইয়র্কে এক সাক্ষাৎকারে প্রবাসীদের বিনিয়োগ নিয়ে প্রতিষ্ঠিত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান এ কথা বলেন।

মাহতাবুর রহমান বলেন, প্রবাসীরা বৈদেশিক মুদ্রার জোগান দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করেছেন। এখন সচ্ছল প্রবাসীদের দেশে বিনিয়োগ করার সময় এসেছে।

মধ্যপ্রাচ্যে এশীয় বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষে আছেন ব্যবসায়ী মাহতাবুর রহমান। তিনি বিখ্যাত আল হারমাইন পারফিউম কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশের এনআরবি ব্যাংকের চেয়ারম্যান।

সফল প্রবাসী মাহতাবুর রহমান বলেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা তাঁদের সৃষ্টিশীলতা এবং কর্ম-উদ্দীপনা নিয়ে সফল হচ্ছেন। প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক যত গভীর হবে, দেশ তত লাভবান হবে। নতুন প্রজন্মের মেধাবী প্রবাসীদের বাংলাদেশের প্রতি আকৃষ্ট করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।