নিউ ইয়র্ক

নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রদূত

nyyনিউইয়র্কে জোড়া খুনের শিকার বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও মুসল্লি তারা উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ২৪ আগস্ট বুধবার সন্ধ্যায় তিনি দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের গভীর সমবেদনা জানান।

মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ঘটনার পর থেকে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে। তারা দুই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও তাদের খবর রাখা হবে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, কনস্যুলার তৌফিক হাসানসহ ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট কুইন্সের ওজন পার্কের আল ফোরকান জামে মসজিদে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন আকুঞ্জি ও তারা উদ্দিন সন্ত্রাসীর গুলিতে নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্কার নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে।