জর্জিয়া বাংলাদেশ সমিতির সভা ৯ অক্টোবর

georgiaমেয়াদ শেষ হওয়ার দীর্ঘ দশ মাসের মাথায় আগামী ৯ অক্টোবর ‘জর্জিয়া বাংলাদেশ সমিতি’র সাধারণ সভা হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল বার্তায় এক আমন্ত্রণপত্রে এই ঘোষণা দেন। সভা আয়োজনের খবর পাওয়ার পর সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

২০১৩ সালের ডিসেম্বরে সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান কমিটি গঠিত হয়েছিল। দুই বছরের নির্ধারিত মেয়াদ থাকলেও তারা সাধারণ সভা ও নির্বাচন কমিশন গঠন করতে পারেননি।কয়েকমাস আগে সাধারণ সভা আয়োজনের একটি ঘোষণা প্রচার করা হলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

এর আগে সমিতির অর্থ সম্পাদক সোহরাব উদ্দিন আহমেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী হোসেন মেয়াদ উত্তীর্ণের আট মাসের মধ্যেও কোন সভা আহ্বান করে নতুন কমিটি গঠনের উদ্যোগ না নেওয়ায় কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। এই সভার মাধ্যমে নতুন নেতৃত্বের লক্ষ্যে ‘জর্জিয়া বাংলাদেশ সমিতি’র সদস্যরা এগিয়ে যেতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।