ক্যানসাসের উচিটা শহরে বৈশাখী মেলা ও বাংলাদেশ নাইট অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল শনিবার। বাংলা নববর্ষ উপলক্ষে উচিটা স্টেট ইউনিভাসিটি হার্ভার্ড হলে এ মেলা বসবে। বিকেল ৩টা থেকে রাত ৮টা পযন্ত চলবে মেলা। বাংলাদেশ মিড কন্টিন্যান্ট এসোসিয়েশন অব ক্যানসাস (এমসিবিএ) ও বাংলাদেশ স্টুডেন্ট এসাসিয়েশনের (বিএসএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান, বাংলার ঐতিহ্যবাহী বাহারী পোশাকে ফ্যাশন-শো, বৈশাখী আবহে কবিতা আবৃত্তি, বাংলাদেশি খাবারের স্টল থাকবে। টেক্সাস থেকে আগত জিঙ্গা শিল্প গোষ্ঠীর বিশেষ পরিবেশনা থাকছে মেলায়। এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে সাহসিকতার জন্য উচিটা শহরের এক পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হবে।
মেলা সফল করতে মিড কন্টিন্যান্ট বাংলাদেশ এসোসিয়েশন (ক্যানসাস)- এর সভাপতি ড. আনওয়ার কে চৌধুরী, সাধারণ সম্পাদক মাপেরা করিম, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (উচিটা স্টেট ইউনিভাসিটি) এর সভাপতি রাকিবুর রহমান, সৈয়দ বখতিয়ার, প্রকেীশলী রুপন কান্তি দেবসহ ২৫ সদস্য বিশিষ্ট্ এক প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা জানান, প্রবাস জীবনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলার হাজার বছরের ঐতিহ্য পরিচয় করিয়ে দিতে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন।