ওয়াশিংটন

আবিয়ার ওয়াশিংটন চ্যাপ্টারের বনভোজন

অ্যাসোসিয়েশন অব আমেরিকান বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের (আবিয়া) ওয়াশিংটন চ্যাপ্টারের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। পোটম্যাক নদীর পাড়ে ভার্জিনিয়ার লিসালভেনিয়া স্টেট পার্কের সবুজ বনায়নে ৬ আগস্ট শনিবার এই বনভোজন অনুষ্ঠিত হয়। মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিপ্রবাসী আবিয়ার সদস্যদের সপরিবার সরব উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে আবিয়া সদস্যদের কিছু বন্ধুবান্ধবও যোগ দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩০তম ফোবানা সম্মেলনের কনভেনর এ টি এম আলম, কো-কনভেনর আকতার হোসেন, সদস্যসচিব নুরুল আমিন, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আবু রুমি প্রমুখ।
অংশগ্রহণকারীদের উদ্দেশে আবিয়ার ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের সভাপতি গোলাম মাওলা বলেন, এই প্রথমবারের মতো আবিয়া ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। ৩০তম ফোবানা সম্মেলনের সায়েন্স ফেয়ার ও নানা ধরনের সেমিনার নিয়ে আবিয়ার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
সংগঠনের কর্মকর্তা সাইদা আবেদীন আবিয়ার সায়েন্স ফেয়ার ও সেমিনারে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ টি এম আলম তার শুভেচ্ছা বক্তব্যে আবিয়ার সকলকে সপরিবারে ফোবানা সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।